Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় মাদরাসাছাত্রী নিহত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৫৩ পিএম

কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে মোটরসাইকেল চাপায় আছমা আক্তার (১০) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। ঘটনায় এক মোটরসাইকেল চালক আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাপরাশিরহাট-চরএলাহি সড়কের নারিকেল বেপারি দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আছমা আক্তার চরএলাহি ৪নং ওয়ার্ডের আবদুল মতিনের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুঁটি শেষে চাপরাশিরহাট-চরএলাহি সড়ক দিয়ে বাড়ীতে ফিরছিল আছমা। সে নারিকেল বেপারি দোকান এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে সামনে থেকে চাপা দেয়। এতে আছমা ও মোটরসাইকেল চালক দু’জনে আহত হয়। পরে স্থানীয় লোকজন গরুত্বর আহত অবস্থায় আছমাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আছমাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী আছমা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ