বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কত বেদনাদায়ক ঘটনা আমাদের চারপাশে ঘটে, তার কতটুকুর খবর আমরা রাখি। গর্ভধারিনি মায়ের চাইতে আপনতো আর কেউ নেই। সেই মায়ের লাশ বাড়ি রেখেই পরীক্ষায় অংশ-গ্রহণ করেছে টেকনাফের হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানু। ২২ ফেব্রæয়ারি বাংলা ২য় পত্রের পরীক্ষার দিন ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। জানা যায়, এবারের দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানু বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা শাহ্ মজিদিয়া মাদরাসা শাখা সভাপতি নুর মোহাম্মদ প্রকাশ সাহাব উদ্দিনের বোন ও মৃত হাজী নুরুল ইসলামের মেয়ে।
শনিবার ২২ ফেব্রæয়ারি ভোররাতে দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানুর মা ইন্তেকাল করেন। পরীক্ষার হলে যেতে মেয়েকে নিজ হাতে তৈরি করে দিবেন মা। তারপর ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন মেয়েকে। এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু মরিয়ম আক্তার খানুর ভাগ্যে তা আর হয়নি। সকালের আগেই ভোররাতে পৃথিবী থেকে চিরকালের জন্য পরপারে চলে গেলেন জনম দুখিনী মা।সেই মায়ের লাশ বাড়ি রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষায় অংশগ্রহণ করে মরিয়ম আক্তার খানু। পরীক্ষা দেয়ার সময় বার বার কান্নায় ভেঙ্গে পড়ে। তবে সহপাঠী ও পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছানাউল্লাহ এবং কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষায় অংশগ্রহণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।