রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পুলিশ ক্যাম্পের নতুন ভবনের উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সুমন দেব, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক প্রাং প্রমুখ। পুলিশ ক্যাম্পের উদ্বোধন শেষে ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ। প্রধান অতিথি বলেন, মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। এক সময়ের রক্তাক্ত বাগমারাকে শান্তির জনপদে পরিণত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পুলিশ সব সময় আপনাদের পাশে ছিল। আগামীতেও থাকবে। যে কোনো সমস্যায় আইন নিজের হাতে তুলে নেবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।