Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-‌মে‌য়ে নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩২ এএম

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার মৌচাক এলাকায় আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস উল্টে মা ও মে‌য়ে নিহত হ‌য়ে‌ছে।

রোববার (২৩ ফেব্রুয়া‌রি) সকাল সোয়া ৬টার দি‌কে গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত হ‌লেন, উপ‌জেলার বোড‌মিল এলাকার ই‌দ্রিস আলীর স্ত্রী ফা‌তেমা বেগম (৩৫) ও তা‌দের মে‌য়ে আরবী (৯ মাস)।

সালনা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈর থে‌কে ছে‌ড়ে আসা আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এসময় গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের মৌচাক এলাকায় পৌঁছা‌লে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে যায়। এতে ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তার মে‌য়ে আরবী ঘটনাস্থ‌লেই মারা যায়।

খবর পে‌য়ে হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়। এ ঘটনায় কেউ আহত হ‌য়ে‌ছে কিনা তা জানা যায়‌নি। তবে এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ