Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ

মো. আবু মুসা, জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আবহাওয়া পরিবর্তনে জয়পুরহাটে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত বৃহস্পতিবার থেকে গত বুধবার পর্যন্ত ৬ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শিশুসহ ৬ শতাধিক রোগী। একসাথে অধিক রোগীর চাপ হওয়ায় হাসপাতালের মেঝে ও বারান্দায় গাদাগাদিভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন ডায়রিয়া পানিবাহিত রোগ, এতে আতঙ্ক হওয়ার কিছু নেই, অসাবধাণতার কারণেই ডায়রিয়া রোগীর সংখ্যা দিনদিন বেড়ে চলছে।
জানা যায়, ১৫০ শয্যার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গড়ে রোগী ভর্তি রয়েছে ১০০ জন। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়াসহ নানা ধরণের রোগ। ডায়রিয়া আক্রান্ত হওয়া নানা বয়সীর রোগীর সংখ্যাই গড়ে ৮৫ জন। প্রতিদিন গড়ে একশ’ রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এর মধ্যে প্রায় ৬৫ ভাগই শিশু রোগী। জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন রোগীরা। একদিকে ডাক্তার সঙ্কট অন্যদিকে অধিক রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত নার্স ও চিকিৎসকরা। একসাথে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্যালাইন ও ওষুধ সঙ্কট দেখা দিয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল, ভেটি, দোগাছী, রাঘবপুর, শালগ্রাম, পুরানাপৈল, জামালগঞ্জ, হিচমী এলাকা থেকে আসা রোগীর স্বজনরা বলেছেন, হঠাৎ করে শিশুর গায়ে কাপনি দিয়ে জ্বর ওঠে শর্দি নিয়ে ডায়রিয়ায় রূপ নিচ্ছে। হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। রোগী নিয়ে সঙ্কটে পড়েছি।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ১৫০ শয্যার জনবল দিয়ে প্রায় ৬শ’ রোগীর চিকিৎসা সেবা দিতে এমনিতেই হিমশিম খাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ