নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন টস হেরে বোলিং করছে বাংলাদেশ।
নাঈমের বলে বোল্ড টেইলর
শুরু থেকে স্পিনারদের প্রচুর রিভার্স সুইপ করছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দুই দেশের সবশেষ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন টেইলর। এই ম্যাচেও খেলছিলেন আস্থার সঙ্গে।
তবে নাঈম হাসানের বলে পর পর রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন টেইলর। বল তার ব্যাটের ভেতরের দিকে লেগে আঘাত হানে স্টাম্পে।
১১ বলে এক চারে ১০ রান করে ফেরেন টেইলর। ৫৫ ওভারে জিম্বাবুয়ের স্কোর ১৩৯/৩। ক্রিজে ফিফটি তুলে নেয়া ক্রেইগ আরভিনের (৫৬) সঙ্গী সিকান্দার রাজা (০)।
সেই নাঈমই পেলেন সাফল্য
নাঈম হাসানের বলে দুই দফায় জীবন পেয়েছিলেন প্রিন্স মাসভাউরে। শেষ পর্যন্ত তাকে ফিরিয়েই শতরানের জুটি ভেঙেছেন নাঈম।
ঝুলিয়ে দেওয়া বলটি ড্রাইভ করেছিলেন মাসভাউরে। কিন্তু পিচ করে বল একটু থেমে আসে। ফিরতি ক্যাচ যায় বোলারের দিকে। বাঁদিকে ঝাঁপিয়ে ভালো ক্যাচ নেন নাঈম।
৫৮ ও ৫৯ রানে নাঈমের বলেই ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া মাসভাউরে ফিরলেন ৬৪ রানে। ১৫২ বলের ইনিংসে আছে ৯টি চার।
জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১১৮। আরভিনের সঙ্গে মাসভাউরের দ্বিতীয় উইকেট জুটিতে ১১১ রান এসেছে ২৪১ বলে।
শুরুর ধাক্কা সামলে এগুচ্ছে জিম্বাবুয়ে
শুরুতে উইকেট পতনের পর ধীর ব্যাটিংয়ে সেই ধোক্কা সামাল দিয়েছে জিম্বাবুয়ে। প্রিন্স মাসভাউরের ফিফটি আর ক্রেইগ অরভিনের অভিজ্ঞ ব্যাটে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
৪০ ওভার শেষে এক উইকেট হারানো জিম্বাবুয়ের সংগ্রহ ৯৮। ৫৮ রানে ব্যাট করছেন মাসভাউরে। ৩১ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অরভিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।