শুরুর জুটি ভাঙলেন রাহী
শুরু থেকে দারুণ লাইন-লেংথে বল করে কেভিন কাসুজাকে ভোগাচ্ছিলেন আবু জায়েদ রাহী। তবুও মাটি কামড়ে পড়ে ছিলেন অপর সঙ্গীকে নিয়ে।অবশেষে মিললো এর পুরস্কার। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল সুইংয়ের জন্য ঠিক মতো খেলতে পারেননি কাসুজা। ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ মুঠোয় জমান গালিতে থাকা নাঈম হাসানের।
ডানহাতি এই ওপেনারকে ফিরিয়ে ভাঙলেন উদ্বোধনী জুটি।
প্রথম পানি পানের বিরতি পর্যন্ত (১৪ ওভারে) জিম্বাবুয়ের সংগ্রহ ঐ এক উইকেটে ২৬। ক্রিজে প্রিন্স মাসভাউরের (১১) সঙ্গী ক্রেইগ আরভিন (৭)।
মুশফিকের সঙ্গে ফিরলেন নাঈম
দুটি পরিবর্তন নিশ্চিত ছিল, হলো এই দুই পরিবর্তনই। আগের টেস্টে খেলা মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন নেই স্কোয়াডেই। তাদের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম ও নাঈম হাসান।
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান যাননি মুশফিক। তার ফেরাটা নিশ্চিতই ছিল। চোট কাটিয়ে ফেরা মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি একাদশে। বিসিএলে দারুণ বোলিং করা তরুণ অফ স্পিনার নাঈম এসেছেন দলে।
বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।
টিশুমার অভিষেক, এনডিলভুর ফেরা
জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেসার চার্ল্টন টিশুমার। একাদশে ফিরেছেন আইন্সলে এনডিলোভু।
জিম্বাবুয়ে : সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, আইন্সলে এনডিলোভু, ভিক্টর নাউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন টিশুমা।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
টানা হারের বৃত্ত ভাঙার লক্ষ্য তো আছেই, নতুন সংস্কৃতি গড়ার দিকেও নজর বাংলাদেশের। স্পিন স্বর্গ বানিয়ে জেতার ভাবনা থেকে আপাতত একটু সরে ভালো উইকেটে খেলে জিম্বাবুয়েকে হারাতে চায় মুমিনুল হকের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায়। তিন সংস্করণ মিলিয়ে এটি দুই দলের মধ্যে শততম আন্তর্জাতিক ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন।