Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৫ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় ট্রাক ও শ্যালোইঞ্জিন চালিত ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। নিহতরা হলেন-ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির চালক শুকুর আলী (৩৫) এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে ট্রলির হেলপার মো. আলামিন (১৮)। এ ঘটনায় রিপন নামে আরো এক পথচারী আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাউল করিম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। ট্রাকটি (যশোর-ট-১১-৪০১১) জব্দ করেছে হাইওয়ে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ