Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন

আ.লীগ সমর্থিতদের বিজয়

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

টাঙ্গাইল জেলা অ্যাড. বার সমিতি ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আ.লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা যুগ্ম-সম্পাদকসহ মাত্র তিনটি পদে বিজয়ী হন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সভাপতি মো. আবুল কাশেম, সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ ও মো. সেকান্দার আলী, সাধারণ সম্পাদক এ কে এম নাছিমুল আক্তার, লাইব্রেরি সম্পাদক মো. নজরুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান (হাবিব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনিতা সরকার এবং নির্বাহী সদস্য সাদত সাত্তার চাকলাদার, সুমন কুমার আর্য্য, জ্যোৎস্না খানম, মো. কামরুল ইসলাম স্বপন ও মোহাম্মদ জিয়ারত আলী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক খান এবং নির্বাহী সদস্য মো. আজিম উদ্দিন ও শফিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ