Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ

তবুও ডেথ-ওভার ভাবনায় সালমা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

আর মাত্র কয়েক ঘন্টা পরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। টুর্নামেন্টের সবচাইতে সফল ও বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক দলের প্রতিপক্ষ ২০১৬ সালের শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ। আসরে বাংলাদেশের ম্যাচ আরো দু’দিন পর, ২৪ ফেব্রæয়ারি পার্থে। শুরুতেই শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে সালমা খাতুনের দলকে। তবে মূল লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে নিল খাদিজা-তুল-কুবরা, জাহানারা আলমরা। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এশিয়ার আরেক পরাশক্তি পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে তারা।

গতপরশু ভোরে ব্রিসবেনে অ্যালান বোর্ডার মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। ২১ রান করেন ফারজানা হক। রিতু মনির ব্যাট থেকে আসে অপরাজিত ১৪ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আইমান আনোয়ার। জবাবে জাহানারা, খাদিজা, সালমাদের নিয়ন্ত্রিত বোলিং তোপে ২ বল বাকি থাকতেই ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জাভেরিয়া খান। ১৮ রান করেন আলিয়া রিয়াজ। নিদা দারের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জাহানারা। ৩ উইকেট শিকার অফস্পিনার খাদিজার। অধিনায়ক সালমা ঝুলিতে পুরেন ২ উইকেট।

পাকিস্তানের বিপক্ষে এমন জয় দলকে আরও বেশি আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন অধিনায়ক সালমা। তবে সতীর্থদের উন্নতির জায়গাও দেখছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ডেথ ওভারের পারফরম্যান্সে উন্নতি চান তিনি। বল হাতে পাকিস্তানকে অল্প রানে থামিয়ে দেওয়া বোলাররা সামর্থ্যরে পুরোটা মেলে ধরতে পারেননি বলে মনে করেন সালমা, ‘এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে, যেহেতু আমরা টুর্নামেন্টে দারুণ একটা শুরু করতে চাই। ম্যাচটা ছিল বিশ্বকাপের আগে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার ও নতুন করে ভাবার দারুণ একটা সুযোগ। নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু শেষ পাঁচ ওভারে আমাদের ধুঁকতে হয়েছে। আমাদের রান-রেট খুব ভালো ছিল না। তাই এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বোলিংয়ের সময়ে আমরা ডেথ ওভারে ভালোভাবে ইয়র্কার লেংথে বল করতে পারিনি।’

দ্বিতীয় ম্যাচে ২৬ ফেব্রæয়ারি ক্যানবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বেন সালমারা। গ্রæপপর্বে তাদের পরবর্তী দুটি ম্যাচ হবে মেলবোর্নে নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে।
বাংলাদেশ : ২০ ওভারে ১১১/৮ (শামিমা ৩, মুর্শিদা ৪৩, সানজিদা ০, নিগার ১৩, ফারজানা ২১, আয়েশা ২, রুমানা ৬, রিতু ১৪*, শোভানা ০, ফাহিমা ১*; আইমান ২/১২, সাদিয়া ১/১০, আনাম ১/১২)।

পাকিস্তান : ১৯.৪ ওভারে ১০৬ (জাভেরিয়া ৪১, আয়েশা ১, বিসমাহ ২, উমাইমা ৪, দার ১৪, ইরাম ৫, আলিয়া ১৮, সিদরা ০, আইমান ৩, ফাতিমা ৯*, ডায়ানা ২; জাহানারা ৪/২২, কুবরা ৩/১১, সালমা ২/২৮, পান্না ১/১০)।
ফল : বাংলাদেশ ৫ রানে জয়ী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ