বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে প্রধান সেচ খালের উপর অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চন্ডিপুর খালের ৪নং ব্রিজ সংলগ্ন এলাকায় চলা অভিযানে ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ (জিকে)’র প্রধান সেচ খালসহ শাখা খালগুলির উপর অবৈধ স্থাপনা নির্মাণ করায় সেচ সরবরাহে বিঘ্নসৃষ্টি হচ্ছিল।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাব্বির হোসেন, ভোড়ামারা উপজেলা নির্বাহী অফিসার, বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিত আইন শৃঙ্খলা বাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।