Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে প্রার্থীর অভাব নেই বিএনপির

চট্টগ্রাম-বগুড়া-যশোরে মনোনয়ন চান ১৯ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দিলে হাতেগোনা কয়েকজন নেতাকেই পায় কর্মীরা। নির্বাচনে যারা প্রার্থী হন নির্বাচন শেষ হলে তারা হয়ে যান এলাকাবিমুখ, খোঁজ-খবর রাখেন না কর্মীদের। আন্দোলন-সংগ্রাম ও নেতাকর্মীদের খোঁজ-খবর রাখার জন্য নেতাদের খুঁজে না পেলেও নির্বাচন এলেই হুমড়ী খেয়ে পড়েন বিএনপির বেশিরভাগ নেতা। হোক সেটি জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিংবা নিশ্চিত পরাজয় হবে জেনেও উপ-নির্বাচনে অংশগ্রহণ। কোন নির্বাচনেই প্রার্থীর অভাব হয়না দলটি। নেতাকর্মীদের অভিযোগ নির্বাচন এলেই এক শ্রেণির নেতা ঝাঁপিয়ে পড়েন কিন্তু নির্বাচন চলে গেলে দলীয় কর্মকান্ডে এসব নেতাদের খুঁজে পাওয়া যায় না। ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচনের পর চট্টগ্রাম সিটি করপোরেশন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনেও একই দৃশ্য দেখা গেছে বিএনপিতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছে ৬ জন। এরা হলে হলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক কাউন্সিলর নিয়াজ মুহাম্মদ খান ও ডা. লুসি খান।

যশোর-৬ আসনে প্রার্থী হতে চেয়েছেন ৪জন তারা হলেন- নুরুজ্জামান তপন, আবদুস সামাদ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, অমলেন্দু দাস অপু। বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থীর হওয়ার জন্য দীর্ঘ লাইন। ৯ জন ধানের শীষের মনোনয়ন চেয়ে দলীয় ফরম জমা দিয়েছেন। তারা হলেন- মোশাররফ হোসেন চৌধুরী, শহিদ উন নবী সালাম, কাজী এরফানুর রহমান রেন্টু, ডা. শাহ মো. শাহজাহান আলী, বেলাল হোসেন, একেএম আহসানুল তৈয়ব জাকির, এএসএম রফিকুল ইসলাম বিশ্বাস, ড. শামসুল আলম ও মো. মাসুদুর রহমান। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে ভোট হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি; ১ মার্চ বাছাই ও ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের পর ৯ মার্চ প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ