মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে প্রকাশ্যে একটি গাড়িকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে চারজনকে। নিহতদের মধ্যে তিনজনের বয়সই ১০ বছরের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ক্যাম্পহিল এলাকার রেভেনস্ট্রিটে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। গাড়িটি স্ত্রী হান্নাহ ব্যাকস্টারসহ (৩১) তিন সন্তানকে নিয়ে চালিয়ে যাচ্ছিলেন সাবেক রাগবি খেলোয়াড় ও ফিটনেস কোচ রোয়ান ব্যাকস্টার(৪২)। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কে বা কারা এসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় গাড়িটির দরজার কাচ ভেঙে দগ্ধ অবস্থায় কোনোমতে বের হয়ে আসতে পেরেছেন হান্নাহ ব্যাকস্টার। তাকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন তিনিও আশঙ্কামুক্ত নন। গাড়ির ভেতরে থাকা বাবা ও তিন সন্তান জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে। কুইন্সল্যান্ড পুলিশের ডেপুটি ইন্সপেক্টর থম্পসন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফোন পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎতপরতা চালায় পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা তদন্ত করছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।