Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর, তলানিতে কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৬ পিএম

সম্প্রতি নিউজিল্যান্ড সফরে অবসর সময়ে ভারত অধিনায়ক একটি অদ্ভুত ছবি তুলেছেন। হাস্যকর মুখোভঙ্গির এই ছবি টুইটারে পোস্ট করেই লিখেছেন, 'নয়া পোস্ট সু‌ন্দর দোস্ত।' ভক্তদের ভালোবাসায় এই ছবি এখন ভাইরাল। তবে আইসিসি'র টি-২০'র ব্যাটসম্যানদের র‌্যঙ্কিংয়ে এখন তার অবস্থান দশ নম্বরে। আর শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মাত্র ১০৫ রান করেন ভারত অধিনায়ক। ফলাফল আইসিসি র‌্যাঙ্কিংয়ে অবনমন। তার পয়েন্ট ৬৭৩।


অপরদিকে শীর্ষস্থানটি দখল করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। ৮২৩ পয়েন্ট পেয়ে এক নম্বরে আছেন তিনি। পয়েন্ট ৮২৩।

পরের স্থানটিতে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল।

তিন নম্বরে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। চারে কলিন মুনরো। পাঁচে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ছয়ে ইংল্যান্ডের ডেভিড মালান।

সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইস। আটে আফগানিস্তানের হযরতুল্লাহ জাজাই। আর নয়ে ইংল্যান্ডে ইয়ন মরগান।

সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি

১৪ নভেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ