মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চাপ রয়েছে। তা সত্ত্বেও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে সরকার নিজের অবস্থানেই অনড় থাকবে। রোববার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এক সমাবেশে মোদি এ কথা বলেন। সংবিধানের ৩৭০ ধারা প্রসঙ্গেও একই মন্তব্য করেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এত দিন কোথাও ‘চাপ’ শব্দটি ব্যবহার করেননি প্রধানমন্ত্রী। এদিন করলেন। তিনি বলেন, সংবিধানের ৩৭০ ধারা ও নাগরিকত্ব আইন নিয়ে সিদ্ধান্ত দুটি দেশের স্বার্থে নেয়া। চাপ সত্তে্বও আমরা সেই সিদ্ধান্তেই অনড় থাকছি। আর সেটাই করবো। চলতি মাসেই সংসদে সংশোধিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকে ‘নৈরাজ্যের পথ’ বলে কটাক্ষ করেছিলেন মোদি। নতুন আইনের প্রতিবাদীদের ‘দেশের সমস্যা’ বলেও সমালোচনা করেন মোদি। সিএএ-এর পক্ষে বলতে গিয়ে এদিন ফের একবার সেই কথাই তুলে ধরেন মোদি। ভারতজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। যার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকেই এক হাত নেন মোদি। তিনি বলেন, ‘ভোট ব্যাংকের রাজনীতি’ করছে বিরোধী দলগুলো। তবে বিরোধী দল পরিচালিত বেশ কয়েকটি রাজ্য ইতোমধ্যেই বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করেছে। এদিন রাম মন্দির নির্মাণ প্রসঙ্গেও মন্তব্য করেন মোদি। তিনি বলেন, রাম মন্দির নির্মাণে যে ট্রাস্ট গঠন করা হয়েছে, তা দ্রুত কাজ করবে। মোদি কথায়, অযোধ্যায় বিরাট রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করবে। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।