বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেতুর ওপরে ধীরে ধীরে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু করে।
আজ সোমবার সকাল ১১টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, ভোরে কুয়াশার কারণে সেতুর টোলপ্লাজা থেকে ধীরে ধীরে গাড়ি ছাড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। সকাল ১০টার পর থেকে ধীরে ধীরে সেতুতে গাড়ি ছাড়তে শুরু করে। এরপর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ভোর ৬টা থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট কড্ডর মোড় ছাড়িয়ে নলকা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে মহাসড়কটি অচল হয়ে পড়ে। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।