Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘ক্ষমা করা হবে না’, ট্রাম্পের সফরের আগেই মোদিকে হুমকি জইশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২০ পিএম

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে একটি ভিডি্ও-বার্তায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিল চরমপন্থী সংগঠন জইশ-ই-মহম্মদ। ওই ভিডিও-বার্তায় মোদি সরকারের বিরুদ্ধে জইশের হুঁশিয়ারি, ‘খুনিদের ক্ষমা করা হবে না।’

গত আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা এবং উপত্যকাটি অবরুদ্ধ করে রাখার পর থেকেই তার বিরোধিতা করে এসেছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশও একাধিকবার উদ্বেগ জানিয়েছে। এ বার ভিডিওর মাধ্যমে জইশের হুঁশিয়ারি, কাশ্মীর বিভাজনের বদলা নেওয়া হবে। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, ওই ভিডিওতে ভারত সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গিয়েছে এক চরমপন্থীকে। তার হুঁশিয়ারি, ‘যে ভাবে মুসলিমদের হেনস্থা করা হয়েছে, তাদের বসতি ধ্বংস করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়া হবে...শান্তির ঘুমপাড়ানি গান অনেক শুনেছি আমরা...সে সমস্ত অজুহাত আর শোনা হবে না... সব রাশ আলগা করার সময় এসেছে।’

আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক ভাতে আসছেন। গোয়েন্দাদের একাংশের দাবি, সেই সফরের ঠিক আগেই এই ভিডিও প্রকাশের অর্থ, এটা ফের এক বার বুঝিয়ে দেয়া যে, মোদি সরকারের কাশ্মীর বিভাজনের সিদ্ধান্ত সঠিক নয়। এটাও বোঝানোর চেষ্টা করা যে, ‘৩৭০ অনুচ্ছেদ রদের সিদ্ধান্তে কাশ্মীরিরা ক্ষুব্ধ এবং তারা সহিংস প্রতিবাদ করতে পারেন।’ গোয়েন্দাদের আরও দাবি, কাশ্মীরে আতঙ্কের পরিবেশ তৈরি করতে ভারতীয় সেনাঘাঁটি-সহ শহুরে এলাকাতেও নাশকতার পরিকল্পনা চলছে চরমপন্থীদের। সূত্র: টিওআই।



 

Show all comments
  • jack ali ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২২ পিএম says : 0
    O' Allah two Killer of Muslim Modi Iblees and Trump Iblees......
    Total Reply(0) Reply
  • Md. ImdadulHaque ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১৬ পিএম says : 0
    হিন্দু ভাই দের বলছি মুসলিম দের মারতে এখন আর মায়া কান্না দেখাতে হয় না। আমরা আপনাদের মায়া কান্না চাই না। আল্লা যা ভাল মনে করবেন তা করবেন।আমেরিকা ও সমরথন করে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ