মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে একটি ভিডি্ও-বার্তায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিল চরমপন্থী সংগঠন জইশ-ই-মহম্মদ। ওই ভিডিও-বার্তায় মোদি সরকারের বিরুদ্ধে জইশের হুঁশিয়ারি, ‘খুনিদের ক্ষমা করা হবে না।’
গত আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা এবং উপত্যকাটি অবরুদ্ধ করে রাখার পর থেকেই তার বিরোধিতা করে এসেছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশও একাধিকবার উদ্বেগ জানিয়েছে। এ বার ভিডিওর মাধ্যমে জইশের হুঁশিয়ারি, কাশ্মীর বিভাজনের বদলা নেওয়া হবে। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, ওই ভিডিওতে ভারত সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গিয়েছে এক চরমপন্থীকে। তার হুঁশিয়ারি, ‘যে ভাবে মুসলিমদের হেনস্থা করা হয়েছে, তাদের বসতি ধ্বংস করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়া হবে...শান্তির ঘুমপাড়ানি গান অনেক শুনেছি আমরা...সে সমস্ত অজুহাত আর শোনা হবে না... সব রাশ আলগা করার সময় এসেছে।’
আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক ভাতে আসছেন। গোয়েন্দাদের একাংশের দাবি, সেই সফরের ঠিক আগেই এই ভিডিও প্রকাশের অর্থ, এটা ফের এক বার বুঝিয়ে দেয়া যে, মোদি সরকারের কাশ্মীর বিভাজনের সিদ্ধান্ত সঠিক নয়। এটাও বোঝানোর চেষ্টা করা যে, ‘৩৭০ অনুচ্ছেদ রদের সিদ্ধান্তে কাশ্মীরিরা ক্ষুব্ধ এবং তারা সহিংস প্রতিবাদ করতে পারেন।’ গোয়েন্দাদের আরও দাবি, কাশ্মীরে আতঙ্কের পরিবেশ তৈরি করতে ভারতীয় সেনাঘাঁটি-সহ শহুরে এলাকাতেও নাশকতার পরিকল্পনা চলছে চরমপন্থীদের। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।