Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সোনাইমুড়ী বাইপাসে যাত্রীবাহি বাস চাপায় পথচারীর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৯ পিএম

সোনাইমুড়ী পৌর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় সাহাব উদ্দিন (৫৬) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।
রোববার ভোর ৬টার দিকে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের সোনাইমুড়ী বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন সোনাইমুড়ী পূর্ব পাড়া এলাকার চাঁন মিয়া ব্যাপারী বাড়ীর আবদুল মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাহাব উদ্দিন পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি সোনাইমুড়ী বাজারে বিভিন্ন গাড়ী থেকে মালামাল লোড আনলোড কাজ করতেন। রোববার ভোরে সোনাইমুড়ী বাজারে আসার পথে বাইপাস এলাকায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে ছেড়ে আসা আল বারাকা সার্ভিসের একটি বাস সাহাব উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এসময় বাসটি দ্রুত স্থান ত্যাগ করে।
সোনাইমুড়ী থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রহিমা খাতুন জানান, স্থানীয়দের দেওয়ায় তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর আল বারাকা সার্ভিসের বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ