বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুরকার সাজিদ সরকারের পরিচয় দিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগে সবুজ সিকদার ওরফে ইমন হোসেন ওরফে নিরব আহম্মেদ সজিব ওরফে সাজিদ সরকার (২৮) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর বেইলী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের এডিসি নাজমুল ইসলাম জানান, সঙ্গীত পরিচালক এবং সুরকার সাজিদ সরকারের নামে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে আসল সাজিদ সরকারের কয়েকটি গান শেয়ার করেন সবুজ সিকদার। এছাড়াও তিনি নিজেকে সাজিদ সরকার বলে প্রচার করতেন এবং বিভিন্ন গণমাধ্যমে ও ব্যক্তিগতভাবে নিজেকে সাজিদ সরকার বলে পরিচয় দিতেন। সুরকার সাজিদ সরকারের নাম-পরিচয় ব্যবহার করে উঠতি বয়সের মডেল বা শিল্পীদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে গানের মডেল অথবা গান গাওয়ার সুযোগ দেয়ার প্রলোভন দেখাতেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিতেন, এমনকি অনৈতিক কাজের প্রস্তাব দিতেন গ্রেফতার সবুজ। এ ঘটনায় সাজিদ সরকার শুক্রবার রাজধানীর আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত সবুজ সিকদারকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।