Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচে খেলবেন বিশ্বজয়ী আকবররা

এক মাসের সফরে ঢাকায় জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

প্রায় এক মাসের সফরে ঢাকা পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারি দলটি। এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। ম‚ল সফর শুরু হওয়ার আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দু’দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচের ভেন্যু বিকেএসপি। তবে জিম্বাবুয়ে দল চলে আসায় ছুটিটা খুব বেশি লম্বা হলো না আকবর আলীর। প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে তাকে চলে আসতে হচ্ছে ঢাকায়। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচে। শুধু আকবরই নন, বিশ্বকাপজয়ী বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দলের আরও পাঁচজন সুযোগ পাচ্ছেন বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।

অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আকবররা। সংবর্ধনার পর ক’দিনের ছুটিতে সবাই গেছেন বাড়িতে। আকবরের অবশ্য বিসিএলের তৃতীয় রাউন্ডটা খেলার কথা ছিল। আপাতত সেটি না খেলা হলেও দু’দিন পরই শুরু হচ্ছে তার ক্রিকেটীয় ব্যস্ততা। জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়েছেন আকবর। শুধু তিনিই নন, বিসিবি একাদশের হয়ে এই ম্যাচ খেলবেন বিশ্বকাপজয়ী দলের মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন। যুব বিশ্বকাপ শেষ না হতেই অন‚র্ধ্ব–১৯ দলের খেলোয়াড়দের প্রস্তুতি ম্যাচে সুযোগ দেওয়ার ব্যাখ্যায় নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা পাঁচ-ছয়জনকে রাখছি। আমাদের বেশির ভাগ ক্রিকেটার এখন খেলার মধ্যে আছে। সবাই বিসিএল খেলছে। যেহেতু সবাই খেলার মধ্যে আছে, দু’দিনের জন্য নতুন করে টানাটানি করিনি। যেহেতু প্রস্তুতি ম্যাচ, আমরা ওদের একটু দেখতেই পারি। এদের মধ্যে শরিফুল ‘এ’ দলেও ছিল।’
এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২২ তারিখে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টেস্টে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেগ আরভিন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে এই টেস্ট খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। এই টেস্ট শেষে দুই দল চলে যাবে সিলেটে। সেখানে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ মার্চ। তিনটি ম্যাচই দিবারাত্রির। এরপর আবার ঢাকায় এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুটি টি-টোয়েন্টি ম্যাচই দিবারাত্রির।

জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেগ আর্ভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটকিপার), কেভিন কাসুজা, টিমাইসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার পোফু, ব্রায়ান মুজিনগানেয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতোম্বজি, এইন্সলি এনদোলভু, ভিক্টর নায়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বজয়ী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ