Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোকিও অলিম্পিকেও করোনা আতঙ্ক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে গোটাবিশ্ব। ক্রীড়াজগতও এর বাইরে নয়। এবার অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে বড় খবর দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই সংস্থাই জানিয়েছে, চরম প্রতিক‚লতা সত্তে¡ও নির্ধারিত স‚চি মেনেই অলিম্পিকের আয়োজন করা হবে টোকিওতে। পরশু প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পরে অলিম্পিক কমিটির তরফ থেকে জানানো হয়, অলিম্পিক টোকিও থেকে সরিয়ে নেওয়ার কথা এখনো তারা ভাবছে না।

বছরের শুরু থেকে চীনে বড় সংকট হয়ে দেখা দিয়েছে নতুন ধরনের জীবাণু নোভেল করোনা ভাইরাস। খুব কম সময়ের মধ্যেই তা মহামারি আকার ধারণ করেছে। বিভিন্ন গনমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন দিতে হয়েছে অন্তত ১৫০০ জনের। যদিও এমন খবরও বেরিয়েছে, প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেকগুণে বেশি। শুধু চীন নয়, বিশ্বজুড়ে তাবড় গবেষকরা নেমে পড়েছেন নোভেল করোনা রুখে দেওয়ার ওষুধ তৈরিতে। কিন্তু সমাধানস‚ত্র এখনো বের হয়নি। চীনের গণ্ডি পেরিয়ে এই ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী জাপানেও এর প্রকোপ প্রবল। ইতিমধ্যেই জাপানে করোনার প্রভাবে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরো দুই জন। আক্রান্ত কয়েক হাজার মানুষ।

জুলাইয়ের শেষেই টোকিওতে অলিম্পিকের আয়োজন হওয়ার কথা। স্বাভাবিকভাবেই, যে দ্রুত হারে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তাতে অলিম্পিকের আয়োজন নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, টোকিও এখনো পুরোপুরি নিরাপদ। তাই অলিম্পিক সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থগিত করে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। তবে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর অলিম্পিকে ২০০ দেশের প্রায় ১১০০ অ্যাথলিট অংশ নেবেন। টোকিও যাওয়ার কথা কয়েক হাজার বিদেশি দর্শকেরও। সেক্ষেত্রে করোনার আতঙ্ক খেলার ওপর প্রভাব ফেলবে সন্দেহ নেই।

এ নিয়ে অলিম্পিক্স সংযোগকারী কমিটির চেয়ারম্যান জন কোট্স বলছেন, ‘করোনা ভাইরাসের জন্য নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। এটা বিশাল কাজ।’ একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিয়েছে, তার ভিত্তিতে অলিম্পিক হওয়া নিয়ে কোনো সংশয় নেই। তবে চিন্তা থাকছে চীনের অ্যাথলিটদের নিয়ে। কারণ চীন থেকেই সবচেয়ে বেশি সংখ্যক অ্যাথলিট অলিম্পিকে অংশ নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিক

১৫ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ