মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আদালতের আদেশ না থাকায় ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুইদোকে এতোদিন গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে শিগগিরই তা আসছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে এক বৈঠকে এই ইঙ্গিত দেন মাদুরো। গুইদোর দেশে ফেরার তিন দিন পর সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেখানে তিনি বলেন, ‘গুইদো যেসব অপরাধ করেছেন সেজন্য তাকে কারাবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলার বিচার ব্যবস্থা। তবে সেই সময় এখনও আসেনি। কিন্তু শিগগিরই আসবে।’ নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে গত বছর ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হলে তার সুযোগ নিয়ে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।