Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের অসম্মতিতে মধুবালার বায়োপিক স্থগিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কার্তিক আরিয়ান এবং সারা আলি খানের অভিনয়ে ইমতিয়াজ আলির মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি। কথা ছিল এই ফিল্মটির পরই ইমতিয়াজ তার পরবর্তী চলচ্চিত্রের ঘোষণা দেবেন। কথা ছিল তিনি বলিউডের কিংবদন্তী অভিনেত্রী মধুবালার জীবনী চলচ্চিত্র নির্মাণ করবেন এর পর। আর অভিনেত্রীর জন্মদিন ১৪ ফেব্রুয়ারিতে এই ঘোষণা আসার কথা ছিল। কিন্তু অনেক কাঠখড় পোড়াবার পরও দুইয়ে দুইয়ে চার মেলানো গেল না। মধুবালার বোন মাধুর বৃজ ভূষণের তার অন্য ভাইবোনদের রাজি করাতে পারেননি বলেই শেষ পর্যন্ত ইমতিয়াজ আলি তার পরিকল্পনা পরিত্যাগ করেছেন। মধুবালার ছোট বোন সম্প্রতি জানিয়েছেন বোনের জীবনী চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি সব ভাইবোনদের কাছ থেকে এনওসি (নো-অবজেকশন সার্টিফিকেট) সংগ্রহ করতে পারেননি। এর আগে ইমতিয়াজ প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাইবোনের গল্প থাকবে না চলচ্চিত্রে। সবচেয়ে বেশি আপত্তি ছিল বোন কানি বালসারার। বস্তুত কানিজের সন্তানরা এই বিষয়ে কথা বলার জন্য মাধুরকে মায়ের সঙ্গে সাক্ষাতই করতে দেননি। মাধুর কানিজের পরিবারকে অন্তত চুক্তিটি পড়তে অনুরোধ করেছিলেন, উল্টো তারা তাকে আর নির্মাতাকে উকিল নোটিশ পাঠায়। মাধুর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন- এতে মধুবালার জীবনী চলচ্চিত্র নির্মাণের একটি সুবর্ণ সুযোগ নষ্ট হল। পরিকল্পনা করা হয়েছিল ফিল্মটি থেকে উপার্জিত অর্থ দরিদ্র মেয়েদের বিনা খরচে শিক্ষাদানের জন্য স্কুল প্রতিষ্ঠায় ব্যয় করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়োপিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ