Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পুনর্বাসন কেন্দ্রে বিদ্যালয়

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্র স্বপ্নের ঠিকানায় স্থানীয়দের বিনা খরচে বিভিন্ন ভাষা ও কারিগরি প্রশিক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনিষ্টিটিউট নামে একটি বিদালয় নির্মান করা হয়েছে। শনিবার সকালে এ বিদ্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড (বিসিপিসিএল) -এর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এম খোরশেদুল আলম। এসময় সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মিঃ চি, প্রকল্প পরিচালক শাহ আবদুল মাওলা সহ শিক্ষার্থী, অবিভাবক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টিতে প্রাথমিক পর্যায়ে কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল এই তিন ট্রেডে ৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। পর্যায়ক্রমে এখানে ভাষা শিক্ষা সহ আরো বিভিন্ন কোর্স চালু করার মাধ্যমে স্থানীয়দের কারিগরিভাবে সাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।

বিসিপিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এম খোরশেদুল আলম, এ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা দেয়া হবে। দেশের উন্নয়ন করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এখান থেকে যে শিক্ষার্থী বের হবে তারা কারিগরি জ্ঞান নিয়ে বের হবে। এখানের ছেলে মেয়েরা চারটি ভাষা ও কারিগরি জ্ঞান অর্জন করতে পারবে। তারা বিদেশে গিয়ে ভাষা নিয়ে জটিলতায় পরবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ