Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতীয় পার্টি থেকে সাবেক সচিব নিয়াজের পদত্যাগ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:০৬ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১ টায় গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথীর একটি কলেজে সাংবাদিক সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নিয়াজ উদ্দিন বলেন, আমি বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব ছিলাম। সরকারী দায়িত্ব পালনকালে আমি গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। ২০১৫ সালে চাকুরী থেকে অবসর গ্রহনের পর জাতীয় পার্টির তৎকালিন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রনে জাতীয় পার্টিতে যোগদান করি। অত:পর জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করি।

তিনি বলেন, বর্তমানে আমি ব্যক্তিগত কারণে জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করলাম।

অপর একটি সুএ জানায়, জাতীয় পার্টিতে থাকাকালে জনাব নিয়াজ উদ্দিন গাজীপুরে মেয়র ও এমপি নির্বাচন করবেন বলে শুনা গেলেও অবেশেষ তিনি নির্বাচনে যাননি। এমনকি মনোনয়নপত্র সংগ্রহ করেও পরে জমা দেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ