মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে তিনটি আলাদা হামলার ঘটনায় মোট ৯ সেনাসহ ৩০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে।
মালির মধ্যাঞ্চলের ওগোসসাগাও গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত হয় ২১ গ্রামবাসী। এ সময় হামলাকারীরা গ্রামের বাড়িঘর ও ফসল পুড়িয়ে দেয়। এদিকে মন্দোরাওয়ের একটি সেনা ক্যাম্পে গুপ্ত হামলায় নিহত হয় আট সেনা। এছাড়াও গাও অঞ্চলে একটি সেনাঘাঁটিতে হামলায় নিহত হয় অপর এক সেনা।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) তথ্যানুযায়ী, শুক্রবার সকালের দেশটির ওগোসসাগো গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই গ্রামের বহু ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার পাশাপাশি লুটপাটও করেছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তার দায় এখনো কেউ স্বীকার করেনি।
মালির সরকার এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর এ ঘটনা ঘটে। বন্দুকধারীরা বেশ কয়েক ঘণ্টা ধরে অঞ্চলটিতে তান্ডব চালায়।
মালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশরের প্রধান মহাম্মদ সালেহ আনাদাদিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন সময় এ হামলা চালানো হয়েছে যখন আমরা দেশের উত্তর থেকে ইতিবাচক অগ্রগতি লাভ করছিলাম। যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসেও ওগোসসাগো গ্রামে সন্ত্রাসীদের হামলায় প্রায় একশ পঞ্চাশ জন নিহত হয়েছিলেন। ২০১২ সালে মালির বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এরপর থেকেই দেশটিতে সশস্ত্র হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছরই শুধু মধ্য মালিতে প্রায় ৪৫০ জন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।