Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়া প্রতিহত করেছে ইসরাইলি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইল। তবে এই হামলা প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী। দামেস্কের আকাশ থেকে ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এজন্য সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। সানার একজন রিপোর্টার জানিয়েছেন, অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরাইলের সেনারা এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। একই খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া। তবে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা গণমাধ্যমগুলোর খবরে পরিষ্কার নয়। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ার ওপর এভাবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। গত ৬ ফেব্রুয়ারি ইসরাইাল গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। ওই হামলায় সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকজন সদস্য হতাহত ও বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। সানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ