মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবৈধ ইসরাইলি দখলদারিত্বের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা ১১২টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বুধবার সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে ৯৪টি কোম্পানি ইসরাইলভিত্তিক আর বাকি ১৮টি অন্য ছয় দেশের। কমিশন মনে করে, আন্তর্জাতিক আইনে অবৈধ বিবেচিত ইসরাইলি বসতির সঙ্গে এসব প্রতিষ্ঠানের বাণিজ্য সম্পর্ক রয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক কারণ রয়েছে। এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা। তারা বলছেন, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাণিজ্য বর্জনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলি বসতি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো শনাক্ত করতে ২০১৬ সালে একটি প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ৪৭টি সরকারের সমন্বয়ে গঠিত এই কমিশন জানিয়েছে, বিভিন্ন রাষ্ট্র, থিংক ট্যাঙ্ক, অ্যাকাডেমিক এবং কোম্পানির সঙ্গে বিস্তারিত আলোচনার ভিত্তিতে এক ‘জটিল প্রক্রিয়ায়’ নতুন প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ থাইল্যান্ড ও যুক্তরাজ্যের কোম্পানি দখলকৃত ফিলিস্তিনি এলাকায় ব্যবসা করছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল বাচেলেট বলেন, ‘নিবিড় ও অতি সতর্ক পর্যবেক্ষণ প্রক্রিয়ার’ মধ্য দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনি নেতা মুস্তফা বারগুতি বলেছেন, ওই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এসব কোম্পানি ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ব্যবসা করছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।