মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কাছে ১.৮৬৭ বিলিয়ন ডলারে ‘ইনটিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম’ (আইএডিইব্লিউএস) বিক্রির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার অভিযোগ করে বলেছে যে এই অস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার দক্ষিণ এশিয়া অঞ্চলকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এজেন্সি’র সঙ্গে দ্বিমত করে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়শা ফারুকি বলেন যে ভারতের কাছে এ ধরনের সফিসটিকেটেড অস্ত্র বিক্রি করা হলে তা দক্ষিণ এশিয়া অঞ্চলের কৌশলগত ভারসাম্য নষ্ট করবে। বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক দক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে। ভারতের কাছে আইএডিডব্লিউএস বিক্রি পাকিস্তান ও এই অঞ্চলের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহের আগে দিল্লির সঙ্গে পৌনে ২ বিলয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করে। ভারত তাদের সামরিক বাহিনী আধুনিকীকরণের জন্য এসব অস্ত্র কিনছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এজেন্সি ভারতের কাছে আইএডিডব্লিউএস বিক্রি অনুমোদন করার পর পাকিস্তানের কাছ থেকে এই প্রতিক্রিয়া আসে। আইএডিডব্লিউএস এর মধ্যে আমরাম ক্ষেপনাস্ত্র ও স্টিঙ্গার এফআইএম-৯২এল ক্ষেপনাস্ত্র রয়েছে। আয়েশা ফারুকির অভিযোগ, ওয়াশিংটন ও নয়াদিল্লির প্রতিরক্ষা সম্পর্ক দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা অস্থিতিশীল করে তুলবে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সর্ম্পূণভাবে সচেতন রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনি নীতির বিষয়ে। এ সময় তিনি ভারতীয় রাজনৈতিক নেতা ও সেনাবাহিনীর নেতৃত্বের আগ্রাসন নীতির বিষয়টিও ইঙ্গিত করেন। পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের এ মুখপাত্র সতর্ক করে বলেন, এই অঞ্চলটি অস্ত্রের লড়াই ও সংঘর্ষ বহনে সক্ষম নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ অঞ্চলকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষার আহবান জানান। স্পুটনিক, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।