প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের চলচ্চিত্রে সবচেয়ে বেশিবার খুন হবার রেকর্ড সৃষ্টি করেছেন অভিনেতা ড্যানি ট্রেহো। একেবারে কিশোর বয়স থেকে বেশ কয়েকবার জেল খেটেছেন ‘মাচেটে’ অভিনেতা ট্রেহো। তিনি তার বাহ্যিক অবয়বের জন্য বারংবার ঝামেলায় জড়িয়েছেন বলে এক সাক্ষাতকারে বলেছিলেন। ৩৫ বছরের ক্যারিয়ারে ৭৫ বছর বয়সী এই অভিনেতা ৩৯৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন আর মারা গেছেন ৬৫ বার। এর ফলে তিনি ‘ড্রাকুলা’ অভিনেতা ক্রিস্টোফার লি’র ৬০বার খুন হবার রেকর্ড ভেঙেছেন। সিনেমর্গ আর আইএমডিবি’র সঙ্গে মিলে একটি বিনোদন পোর্টাল এই হিসেবটি পরিচালনা করেছে। এই পোর্টাল জানিয়েছে, ল্যান্স হেনরিকসেন আছেন তিন নম্বরে; তিনি খুন হয়েছেন ৫১ বার। তারপর একেএকে আছেন- ভিনসেন্ট প্রাইস, ডেনিস হপার, বরিস কার্লফ, জন হার্ট, বেলা লুগোসি, টম সাইজমোর এবং এরিক রবার্টস। অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশিবার পর্দায় মৃত্যু হয়েছে শেলি উইন্টার্সের; তিনি মারা গেছেন ২০ বার।১৭ বার মারা গিয়ে দ্বিতীয় স্থানে আছেন জুলিয়েন মুর। এই তালিকায় এর পর আছেন- যথাক্রমে জেনিফার জেসন, শার্লট র্যাম্পলিং, গ্লেন ক্লোস, মেরিল স্ট্রিপ, ভ্যানেসা রেডগ্রেভ, সিগর্নি উইভার এবং শন ইয়াং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।