মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটের পর তার মন্ত্রিসভা পুনর্গঠনের সময়ই আচমকা এ পদত্যাগের ঘোষণা এল। রাজস্ব বিভাগের চীফ সেক্রেটারি রিশি সুনাকে চ্যান্সেলর হিসাবে জাভিদের স্থলাভিসিক্ত করা হয়েছে।
বিবিসি জানায়, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। জবাবে সাজিদ জানান ‘কোনো আত্মমর্যাদাসম্পন্ন’ মন্ত্রী এ ধরনের শর্ত মানতে পারেন না।
চার সপ্তাহের মধ্যেই জাভিদের বাজেট পেশ করার কথা ছিল। জনসন জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে চ্যান্সেলর নিযুক্ত করেছিলেন।
প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে জাভিদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে জল্পনার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।
জাভিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী জাভিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের জায়গায় প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন, যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়। কিন্তু জাভিদ তা মানেননি। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।