পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিনে ফেরিওয়ালার বেশে রেকি করার পর রাতে সুযোগ বুঝে বাসা-বাড়িতে ডাকাতি করে তারা। গত কয়েক বছরে মহানগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত তারা। আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে পাকড়াও করার পর গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তারা পণ্য বিক্রির আড়ালে রেকি করে। খোঁজ নেয় কোন কোন বাড়িতে পুরুষ থাকে না। রাতে সুযোগ বুঝে করে ডাকাতি। গতকাল ভোরে নগরী পাঁচলাইশ থানাধীন হাজী চাঁন্দমিয়া সওদাগর রোডের এনাম কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই পাঁচজনের থেকে একটি এলজি, একটি কার্তুজ, দুইটি চাপাতি, চারটি ছুরি, হাতুড়ি ও গ্রিল কাটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার পাঁচজন হলো- মো. মোরশেদ ওরফে ডাকাত মোরশেদ (৩৫), মো. আবদুল হাকিম (২৫), মো. ফরহাদ মিয়া (২৩), মো. মোক্তাদির (২৮) ও মো. এয়ার আলম (২৫)। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, মহানগরীর পাশাপাশি এই চক্রের সদস্যরা জেলার বাঁশখালী, বোয়ালখালী, পটিয়াসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও বসতবাড়িতে ডাকাতি করে। যেসব বাড়িতে প্রবাসী রয়েছে এবং কোনো পুরুষ সদস্য থাকে না সেসব বাড়ি নিরাপদ মনে করে ডাকাতির জন্য টার্গেট করে তারা। সাথে থাকা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে লুটপাট করে এ ডাকাত দলের সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।