Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিডনী পাথর চিকিৎসায় হোমিওপ্যাথি

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

কিডনির রোগগুলোর মধ্যে স্টোন বা পাথর হওয়া অন্যতম। কিডনি স্টোনের প্রাথমিক লক্ষণগুলো নির্ভর করে কিডনির কোথায় স্টোন আছে এবং কীভাবে আছে। স্টোনের আকার আকৃতিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পাথর খুব ছোট হলে সেটি কোনো ব্যথা ছাড়াই দীর্ঘদিন এমনকি কয়েক বছর পর্যন্ত শরীরে সুপ্তভাবে থাকতে পারে। স্টোনটি বড় হলে বা বড় হতে শুরু করলে এটি কিডনির ভেতরে ক্ষতের সৃষ্টি করে এবং ব্যথা অনুভূত হয়।
এ পাথর কখনো মূত্র গ্রস্থি, কিডনী, মূত্রনালী, আবার কখনো মূত্র থলিতে এসে জমা হয়। ফলে বিভিন্ন সমস্যাসহ প্রস্রাব বন্ধ বা অবরোধ হতে পারে।
কিডনীর প্রধান কাজ হলো শরীরের রক্ত থেকে ময়লা আবর্জনা ও পানি প্রসাব আকারে শোধন করে বের করে দেয়া। দুটি ইউরেটারের মাধ্যমে প্রসাব মূত্র থলিথে এসে জমা হয়। তারপর প্রয়োজন মত বেরিয়ে আসে। ময়লা বেরিয়ে না এসে জমে শক্ত হতে থাকলেই এক পর্যায়ে তা পাথর আকারে দেখা দেয়।
সাধারনত পাথর যে কারনে হয়ঃ কিডনীতে অনেক রকম স্টোন হতে পারে, যেমন ইউরিক স্টোন, স্ট্রভাইন স্টোন, সিস্টিক এবং ক্যালসিয়াম স্টোন হতে পারে।
যে খাবারে ইউরিয়া বা ইউরিক এসিড বেশি থাকে এবং ক্যালসিয়াম জাতীয় খাবার বেশী খেলেও কিডনী সমস্যা দেখা দিতে পারে। যারা প্রতিনিয়ত পান-চুন খায় তারাও ক্যালসিয়াম খাচ্ছে। এসব রুগীদের ইউরেট বা ক্যালসিয়ামের পাথর হয়। যে কোন সংক্রামক রোগ যদি মুত্রতন্ত্র আক্রমন করে, শরীর হতে অতিমাত্রায় পানি বের হওয়ার ফলে, সর্বপরি বংশে থাকলেও এটি হতে পারে।
কিভাবে বুঝবেন কিডনীর পাথর আছেঃ বার বার প্রস্রাবের বেগ, ব্যথা কিডনী বরাবর কোমরে শুরু হয়ে নিচে কুচকির দিকে, পেটে ও বুকেও প্রসারিত হতে পারে।
কুচকী, অন্ডকোষ প্রভৃতি স্থানে বেশী ব্যথা হতে পারে। যে কোন ভারী জিনিস তুলতে গেলে বা রাতে ঘুমের মধ্যে হঠাৎ ব্যথা হতে পারে। অন্ডকোষ উপরের দিকে টেনে ধরার মত অনুভব হতে পারে। কখনোও হঠাৎ ব্যথা বা সব সময় ব্যথা থাকতে পারে।
বমি বমি ভাব বা বমি হতে পারে। হিক্কা, কপালে ঘাম, নাড়ী দ্রুত ক্ষীণ, দেহের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ১০৩ থেকে ১০৫ ডিগ্রী পর্যন্ত। সর্বদাই প্রস্রাব করার ইচ্ছা থাকে কিন্তু প্রসাব বের হয় না। প্রসাব ফোটা ফোটা বের হয়। তলপেটে ব্যথা হয়। প্রস্রাব পুঁজ-রক্ত মিশ্রিত থাকতে পারে, রক্ত প্রস্রাব, প্রস্রাব ধোঁয়ার মত দেখায়, দু তিন নালে প্রসাব হতে পারে। প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। কোন কোন অবস্থার প্রেক্ষিতে রোগী বোধ করে পাথর যেন নড়া চড়া করে। ছোট বাচ্চারা প্রস্রাব করতে গিয়ে কান্না করতে পারে। যথা সময়ে চিকিৎসা না নিলে এর জটিলতা কিডনীর প্রদাহ, শরীর হাত- পা ফুলে যেতে পারে। মূত্র অবরোধ হয়ে যন্ত্রনায় অস্থির ও অজ্ঞান হতে পারে।
যা করতে হবে আপনাকে ঃ পানি পানের অভ্যাস রাখতে হবে প্রয়োজন মতো। বেদনা উপশমের জন্য হালকা গরম সেক দেওয়া যেতে পারে। হাটা হাটিতে বা ঝাঁকিতে অনেক সময় ছোট পাথর নেমে আসতে পারে।
করনীয়ঃ রোগ নিয়ে অবহেলা করা যাবে না। চুন-সুপারি খাবেন না। অ¤ø উৎপাদি খাদ্য, মদ্যপান, মাংস, গুরুপাক খাদ্য বর্জন করবেন। পেইনকিলার দীর্ঘদিন সেবন না করা উওম ।
হোমিওপ্রতিবিধান ঃ রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয়। এই জন্য একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসককে রোগীর সব লক্ষণ নির্বাচন করে চিকিৎসা দিতে পারলে পিত্ত পাথরের রোগীর চাইতে কিডনী পাথর রোগীর চিকিৎসা দেওয়া অল্প সময়ে সম্ভব।
হোমিও চিকিৎসাঃ হোমিওপ্যাথিতে কিডনীর স্টোনের জন্য অনেক মেডিসিন আছে। তবে ঔষধ গুলো এলোপ্যাথির ন্যায় ধারাবাহিক ভাবে প্রয়োগ করা চলে না।
যেমন, লাইকোপোডিয়াম, লিথিয়াম কার্ব, সার্সাপেরিলা, থ্যালাপসি- বার্সা, এপিজিয়া, ক্যানথারিস ও ক্যালকেরিয়া সহ অনেক মেডিসিন লক্ষনের উপর আসতে পারে। তাই বিশেষজ্ঞ হোমিও চিকিৎসক ছাড়া নিজে নিজে মেডিসিন ব্যবহার করলে রোগ আরো জটিল আকার পৌছতে পারে।

ডাঃ মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় কমিটি,
কো-চেয়ারম্যান: হোমিওবিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র
[email protected]
সেল-০১৮২২৮৬৯৩৮৯।



 

Show all comments
  • Saddam hossan ২৩ মার্চ, ২০২০, ২:২৮ এএম says : 0
    স্যার আমার তলা পেট থেকে ব্যথা করতে করতে কোমরের পেছনদিকে চলে যায় এখন আমি কি করতে পারি আমার মনে হচ্ছে এটা কিডনির সমস্যা প্লীজ আমাকে দয়া করে একটু জানাবেন
    Total Reply(0) Reply
  • Jahangir sk ১৪ মে, ২০২০, ৩:০৩ পিএম says : 0
    Amaka hydronafhrosihs haaycha ar usud ki Abong kidnita pathor hoyacha
    Total Reply(0) Reply
  • Md. Mehedi Hasan Shahed ২৫ জুন, ২০২০, ৩:১৭ পিএম says : 0
    স্যার আমার গত একবছর যাবত কিডনি পাথর রোগে ভুগছি। আমি স্থানীয় এক হোমিওপ্যাথি ডাক্তার এর সরনা পন্য হয়। তিনি berberis vol Q নামের মেডিসিন প্রদান করে তাতে কিছুদিন আমার পায়। তার পর একবছর পর আমার পুনরাই কিন্দির পিছে ব্যাথা এবং প্রসাব এ বাধা অনুভব করছি। সপম্রতি তিনি লাইকোপোডিয়াম ১০M অসুদ প্রদান করেছে কিন্তু মাঝে মাঝে আম্র ব্যাথা অনুভব হচ্ছে আর কিডনি ফোলা কমছে না। আমি কি করতে পারি দঅয়া করে জানাবেন ?
    Total Reply(0) Reply
  • মোঃ বিল্লাল হোসেন ৭ আগস্ট, ২০২০, ১:২৬ এএম says : 0
    আমার কিডনিতে Renal stone হয়েছে, বারবারিস খাইতেছি
    Total Reply(0) Reply
  • রিনি আক্তার ৯ জানুয়ারি, ২০২২, ১০:৫১ পিএম says : 0
    আমার ছয় মাস আগে কিডনি তে পাথর হয়েছে
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৭ এএম says : 0
    স্যার আমার কিডনিতে পাথর 3 মাস ধরে, আলতা রিপোর্ট বলছে ছোট আছে, এক মাস কোর্স ঔষধ সেবন করার পর , ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু গত দুই দিন ধরে আমার কিডনিতে অনেক ব্যাথা করছে। আবার তল পেটে ও ব্যাথা করছে। প্রস্রাব হলুদ রঙের হয়।
    Total Reply(0) Reply
  • Hafizur ১১ মার্চ, ২০২২, ২:৫৪ পিএম says : 0
    রেনাল পাথর হৈছে এখন কি করবো
    Total Reply(0) Reply
  • Hafizur ২৬ মার্চ, ২০২২, ১২:৩০ এএম says : 0
    ৬মম রেনাল পাথর কি চিকিৎসার মাধ্যমে ভালো হবে দয়া করে জানাবেন।
    Total Reply(0) Reply
  • Hafizur ২৬ মার্চ, ২০২২, ১২:৩০ এএম says : 0
    ৬মম রেনাল পাথর কি চিকিৎসার মাধ্যমে ভালো হবে দয়া করে জানাবেন।
    Total Reply(0) Reply
  • আমান উল্লাহ ১৭ জুলাই, ২০২২, ১০:৫৪ এএম says : 0
    ছার আমি একজন দুবাই প্রবাসী আমার কিটনিতে পাথর আছে দেছে গিয়ে পরীক্ষা করেছি কিন্তু ডাকতার ঔষধ দিছে তা খেয়ে পাথর যায়নি এখন কি আমি হোমপাতিক ঔষধ আপনার কাজ থেকে খেতে পারি জদি জানাতেন আমার জন্য অনেক ভালো হতো
    Total Reply(0) Reply
  • Anarul islam ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫১ পিএম says : 0
    কিডনিতে পাথর হলে কি হমিও ওসধ সেবন করা কি ঠিক
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আব্দুল মান্নান ১৫ নভেম্বর, ২০২২, ১:৩১ পিএম says : 0
    আমার পাঁচদিন আগে রিনাল ক্যালকুলাস িস লেফট ধরা পড়ছে সাইজ ০.৫৬ পাথরটি ইউরে থিয়েটার কাছে আসছে। দয়া করে বলবেন কি কি খেলে পাথরটি পড়ে যাবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোমিওপ্যাথি


আরও
আরও পড়ুন