Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় আসামি আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ঢাকার আশুলিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি স্থানীয় যুবলীগের এক কর্মীকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তা এসআই একরামুল হকের বিরুদ্ধে।
গতকাল আশুলিয়ার চিত্রাশাইল এলাকায় অভিযুক্ত প্রধান আসামি মো. শরিফকে (৪৫) নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তবে মামলার তদন্তকারী ওই পুলিশ কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন।
গত ২১ জানুয়ারি আশুলিয়া থানায় দায়েরকৃত মামলার বাদী আমির হোসেন (৪৮) অভিযোগ করে বলেন, গত ১২ জানুয়ারি সন্ধ্যার দিকে চিত্রাশাইল এলাকায় তাদের ভাড়া বাড়ি থেকে তার ছেলে আবুল কাশেম এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সদস্য শরিফের বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকেই উৎ পেতে থাকা শরিফ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুমসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় পূর্ব শত্রæতার জের ধরে যুবলীগ নেতার লোকজন তার ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
ওই মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই একরামুল হক গতকাল সকালে প্রধান আসামি শরিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তখন বাদীর ছেলে আহত আবুল কাশেম পুলিশের সঙ্গে ছিলেন। পরে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ তার। আহত আবুল কাশেম জানায়, পুলিশ যখন অভিযান চালিয়ে প্রধান আসামি শরিফকে আটক তখন তিনিও পুলিশের সাথে ছিলেন। কিন্তু পুলিশ অর্থের বিনিময়ে আটক শরিফকে ছেড়ে দিয়েছে।
অভিযোগ প্রসঙ্গে আশুলিয়া থানার এসআই একরামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি শরিফকে আটকের পর ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে সকালে ওই বাড়িতে অভিযান চালানোর কথা তিনি স্বীকার করেছেন। এ প্রসঙ্গে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ