Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনআরসি ডাটা অফলাইনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আসামের বহুল আলোচিত নাগরিকপঞ্জির (এনআরসি) তালিকা আকস্মিকভাবে সরকারি ওয়েবসাইট থেকে হাওয়া হয়ে গিয়েছিল। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার বলা হয়েছে, নাগরিকত্বের চ‚ড়ান্ত তালিকার ডাটা নিরাপদে আছে। তবে এর মধ্যে বিশ্বাসঘাতকতামূলক কর্মকাÐের বিষয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, সরকারি ওয়েবসাইট আকস্মিকভাবে অফলাইনে ছিল বেশ কয়েকদিন। এতে নাগরিকপঞ্জির সমস্ত ডাটাও অফলাইনে চলে যায়। এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। তাতে বলা হয়, আইটি বিষয়ক প্রতিষ্ঠান উইপ্রোর সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণে ওই ওয়েবসাইট অফলাইনে চলে গিয়েছিল। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তবে তা সমাধান করে ফেলা হয়েছে। এনআরসির ডাটা নিরাপদে আছে। ক্লাউডে প্রযুক্তি বিষয়ক কিছু সমস্যা দেখা গিয়েছিল। বিষয়টি শিগগিরই সমাধান করে ফেলা হয়েছে। গত বছর ৩১ শে আগস্ট আসামের নাগরিকদের চ‚ড়ান্ত তালিকা প্রকাশিত হয় সরকারি ওয়েবসাইটে। যার ঠিকানািি .িহৎপধংংধস.হরপ.রহ। এই সাইটে যাদেরকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বা যারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাদের বিস্তারিত রয়েছে। কিন্তু কয়েক দিন ধরে ওই সাইটে এসব ডাটা আর দেখা যাচ্ছিল না। এতে জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে যেসব মানুষকে বাদ দেয়া হয়েছিল তাদের মধ্যে এই আতঙ্ক বেশি দেখা দেয়। এ বিষয়ে এনআরসি বিষয়ক রাজ্য সমন্বয়কারী হিতেশ দেব শর্মা ডাটা অফলাইনে চলে যাওয়ার অভিযোগ স্বীকার করেছেন। তবে এ নিয়ে কোনো অসৎ উপায় অবলম্বনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। জি নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরসি

১৩ ফেব্রুয়ারি, ২০২০
১৪ জানুয়ারি, ২০২০
২৮ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ