Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি খালে, নিখোঁজ এক, আহত তিন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি খালে পড়ে গেছে। এ ঘটনায় আনিস প্যাদা (৪০) নামের এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে। আহত হয় ট্রলিতে থাকা শ্রমিক শাহিন হাওলাদার (২৬), সেলিম গাজী (৩২) ও ট্রলি চালক মোজাম্মেল হাওলাদার (৪২)। মঙ্গলবার শেষ বিকালের দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে ট্রলি চালক মোজাম্মেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওইদিন রাতে প্রাখমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ডুবুড়িদল কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ন ছিল। মঙ্গলবার শেষ বিকালের দিকে ভাড়ায় চালিত ওই ট্রলিটি বালু বোঝাই করে পার হওয়ার সময় ট্রলিসহ ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। নিখোঁজ হয় আনিস প্যাদা নামের আরো এক শ্রমিক। নিখোঁজ ওই শ্রমিক মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, ট্রলিটিতে চারজন ছিল। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।

কলাপাড়া ফায়ার স্টেশনের ডুবুড়ি দলের টিম লিডার গিয়াস উদ্দিন জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধার চেষ্টা চলছে।

 



 

Show all comments
  • মোঃ মজনু হাওলাদার ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০০ পিএম says : 0
    ঐযে পটুয়াখালির কলাপাড়া উপজেলার মধুখালির ব্রিজ ভেংগে পরেছে এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এর জন্য অনেকটা দায়ি মেম্বার চেয়ার ম্যান থেকে উর্ধের দাইত্তে থাকা যারা তারা ঠিক তার থেকেও ভয়াবহো অবস্থা আরেকটি ব্রিজ যেটার উপর দিয়ে প্রতিদিন শত শত ছাত্র ছাত্রি সহ হাজার হাজার মানুষ পার হয় যেকোনো সময় ভয়াবহো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেযেতে পারে আর এই ব্রিজটি নির্মান করাহয়েছে যার উত্তার পার ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের আট নং ওয়ার্ড বরকতিয়া মার্কেট আর দক্ষিন পার শাত নং লতাচাপলি ইউনিয়নের লক্ষির বাজার এই ব্রিজ পারহয়ে মিশ্রিপাড়া ফাতেমা মাদ্ধমিক/ হাই স্কুল প্লাচ পাসা পাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অনেক পর্যটক যাতায়েত করেন মিশ্রিপাড়া বৌদ্দবিহার দেকতে আমি আপনাদের কাছে জোরহাতে অনুরোধ করছি আপনারা এমন একটা রিপোর্ট/ প্রতিবেদন করুন যাতেকরে এমপি মহাদয়ের দৃস্টি পরে এবং হাজা হাজার মানুষের জীবনের ঝুজি এরাতে সরকার পর্যায় আলোরন হয় এবং এখানে অতি ধ্রুতভ একটি গাডার ব্রিজ নির্মান করার কার্যকরি ব্যাবস্থা করেন
    Total Reply(0) Reply
  • মোঃ মজনু হাওলাদার ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০০ পিএম says : 0
    ঐযে পটুয়াখালির কলাপাড়া উপজেলার মধুখালির ব্রিজ ভেংগে পরেছে এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এর জন্য অনেকটা দায়ি মেম্বার চেয়ার ম্যান থেকে উর্ধের দাইত্তে থাকা যারা তারা ঠিক তার থেকেও ভয়াবহো অবস্থা আরেকটি ব্রিজ যেটার উপর দিয়ে প্রতিদিন শত শত ছাত্র ছাত্রি সহ হাজার হাজার মানুষ পার হয় যেকোনো সময় ভয়াবহো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেযেতে পারে আর এই ব্রিজটি নির্মান করাহয়েছে যার উত্তার পার ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের আট নং ওয়ার্ড বরকতিয়া মার্কেট আর দক্ষিন পার শাত নং লতাচাপলি ইউনিয়নের লক্ষির বাজার এই ব্রিজ পারহয়ে মিশ্রিপাড়া ফাতেমা মাদ্ধমিক/ হাই স্কুল প্লাচ পাসা পাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অনেক পর্যটক যাতায়েত করেন মিশ্রিপাড়া বৌদ্দবিহার দেকতে আমি আপনাদের কাছে জোরহাতে অনুরোধ করছি আপনারা এমন একটা রিপোর্ট/ প্রতিবেদন করুন যাতেকরে এমপি মহাদয়ের দৃস্টি পরে এবং হাজা হাজার মানুষের জীবনের ঝুজি এরাতে সরকার পর্যায় আলোরন হয় এবং এখানে অতি ধ্রুতভ একটি গাডার ব্রিজ নির্মান করার কার্যকরি ব্যাবস্থা করেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ