বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি খালে পড়ে গেছে। এ ঘটনায় আনিস প্যাদা (৪০) নামের এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে। আহত হয় ট্রলিতে থাকা শ্রমিক শাহিন হাওলাদার (২৬), সেলিম গাজী (৩২) ও ট্রলি চালক মোজাম্মেল হাওলাদার (৪২)। মঙ্গলবার শেষ বিকালের দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে ট্রলি চালক মোজাম্মেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওইদিন রাতে প্রাখমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ডুবুড়িদল কাজ করছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ন ছিল। মঙ্গলবার শেষ বিকালের দিকে ভাড়ায় চালিত ওই ট্রলিটি বালু বোঝাই করে পার হওয়ার সময় ট্রলিসহ ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। নিখোঁজ হয় আনিস প্যাদা নামের আরো এক শ্রমিক। নিখোঁজ ওই শ্রমিক মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, ট্রলিটিতে চারজন ছিল। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।
কলাপাড়া ফায়ার স্টেশনের ডুবুড়ি দলের টিম লিডার গিয়াস উদ্দিন জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।