Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবা টাইগারদের অভিনন্দন জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ২:১১ পিএম

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের অভিনন্দন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাপনী বক্তব্যে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাইনুল হুসাইন রাজন বলেন, ‘তাদের জন্য আমরা সত্যিই গর্বিত। এটা দেশ, জনগণ ও খেলোয়াড়দের জন এক বিরাট খুশির বিষয়। তাদের এমন অর্জনের জন্য পুরো দেশ অনেক বছর ধরে অপেক্ষায় ছিল।’

এই সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বাবু, মিজানুর রহমান, বায়েজিদ রানা কলিংস, আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, অভিষেক মন্ডল, পঙ্কজ দাস, আকলিমা আক্তার এশা, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন এবং ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রিজু, সাইফুল ইসলাম প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ