Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনের সাথে ভোটেও জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রচারে বেরলেই ‘মব্ড’ হয়ে যাওয়া ভারতীয় রাজনীতি ক্ষেত্রে কোনও নতুন কথা নয়। তবে প্রচারে বেরিয়ে পানিপ্রার্থীদের ভিড় সামলানোর রেকর্ড নেহাতই হাতে গোনা। কিশোর বয়স থেকেই মেয়েমহলে নজর কেড়ে নেয়া লাজুক রাঘবকে ৩১-এ পৌঁছেও সামলাতে হচ্ছিল ঘন ঘন প্রেমের প্রস্তাব। কোথাও বা কৌশলে এড়িয়ে যেতে হচ্ছিল হবু জামাই হওয়ার প্রসঙ্গও।

বয়স ৩১। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আবার অবিবাহিত সুপুরুষ। একেবারে ‘এলিজিব্ল ব্যাচেলর’ যাকে বলে! রাজেন্দ্রনগর কেন্দ্র থেকে এ বার আপ-এর প্রার্থী হয়েছিলেন রাঘব। ভোটের ফল বলছে, বিপক্ষকে রীতিমতো ধরাশায়ী করে বিপুল ভোটে জিতেছেন তিনি। দলও ভাল ফল করেছে। তবে ভোটের ময়দানে নেমে শুধু বিপক্ষকে আক্রমণই নয়, ভালবাসার আবেদনও সামলাতে হয়েছে তাকে। রাঘবের ঘনিষ্ঠ এক অনুচর তো রসিকতা করে বলেই ফেললেন, ‘সকলে শুধু বিজেপি-ঝড় সামলেছে, রাঘবকে খেলতে হয়েছে দু’দুটো ঝড়ের সঙ্গে!’

ঝড়ই বটে। প্রেমপ্রস্তাব ও বিয়ের বায়নায় ভেসে গিয়েছে রাঘবের টুইটার হ্যান্ডল। ফ্যান ক্লাবের সদস্য সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এক দিল্লি ললনা তো রাঘবকে সরাসরি ট্যাগ করে টুইটারে বিয়ের প্রস্তাব দিয়েই বসেছেন! কেউ বা অত হাই ভোল্টেজ পাত্রের আশা ছেড়েও ছাড়তে পারছেন না। তাদের অনুরোধ, ‘প্লিজ, আর কাউকে নয়।’ এক জন তো সরাসরিই বলেছেন, রাঘব অন্য কাউকে বিয়ে করলে তার হৃদয় ভেঙে যাবে! রাঘবের আজীবন অবিবাহিত থাকাও যেন তাদের কাছে প্লেটোনিক সুখ। অবস্থা এমনই যে, রাঘবের পোস্টের নীচে মেয়েদের ‘লাভ’ ইমোজি গুনতে বসলে এক সময় ধৈর্য হারাতে হয়।

কিন্তু জনসংযোগে নেমে কতই বা আর নিশ্চুপ থাকবেন? অগত্যা প্রেমপ্রস্তাবকে সামলাতে দেশের বেহাল অর্থনীতিকে ‘শিখÐী’ করেছেন রাঘব। এক তরুণীর প্রস্তাবে জানিয়েছেন, ‘দেশের আর্থিক হাল এখন খুবই বেহাল, বিয়ের উপযুক্ত সময় নয় এটা।’ এর আগে লোকসভা নির্বাচনে দাঁড়ালেও সে বার বিজেপির রমেশ বিধুরির কাছে পরাস্ত হয়েছিলেন রাঘব। তবে এ বার আর তাকে ফেরায়নি রাজেন্দ্রনগর। নিকটতম প্রতিদ্ব›দ্বী আরপি সিংহকে ২০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে সেখান থেকে জিতেছেন বিধানসভার টিকিট। সূত্র : ডেকান হেরাল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ