বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাদিয়ানীদের ‘অমুসলিম’ ঘোষণা করতে সরকারকে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গত রোববার লন্ডপ্রবাসী ইসলামী গবেষক সৈয়দ আহসান জালালের পক্ষে সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম এ নোটিস দেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর রেজিস্ট্রার্ড ডাকযোগে এ নোটিস পাঠানো হয়। নোটিসে আহমদীয়া সম্প্রদায়কে আইনত: ‘অমুসলিম’ ঘোষণার পক্ষে অন্তত: ১৭টি যুক্তি তুলে ধরা হয়। শেষোক্ত যুক্তিতে বলা হয়, ২০১৫ সালে আহমদীয়া সম্প্রদায়ের পক্ষে মোবাশ্বের উর রহমান ন্যাশনাল আমির ‘আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ’ প্রকাশিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রচিত গ্রন্থে উল্লেখ করা হয়, পবিত্র কুরআন নাজিল হওয়ার পরও অন্য কোনো ধর্মগ্রন্থ অবতীর্ণ হবে-মর্মে সুস্পষ্ট মতামত প্রদান করা হয়। এভাবে প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালার সর্বশেষ কিতাব আল-কুরআনকে শেষ কিতাব হিসেবে অস্বীকার করে প্রচার চালাচ্ছে। যাতে সুস্পষ্টভাবে আহমদীয়া সম্প্রদায়গণ অমুসলিম বা মুরতাদ হিসেবে গণ্য হবে।
লিগ্যাল নোটিসে বর্ণনা মোতাবেক নোটিস প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আহমদীয়া সম্প্রদায়কে ইসলামের দুশমন গণ্যে অমুসলিম হিসেবে ঘোষণা করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অন্যথায় সংবিধানের ১০২ ধারা অনুসারে রিট করা হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।