Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে পৌর বাস টার্মিনাল উদ্বোধন

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন ফরিদপুরের বোয়ালমারী পৌর বাস টার্মিনাল উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে এক একর ৩৩ শতাংশ জমির উপরে নির্মিত টার্মিনাল নির্মাণ ব্যয় জমি অধিগ্রহণসহ ৫ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৬৫২ টাকা। গত শনিবার সকালে উদ্বোধন শেষে টার্মিনাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মনজুর হোসেন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহবান জানান। বোয়ালমারী পৌরসভাসহ তার সংসদীয় এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্যা, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আ.লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, কাউন্সিলর সাইফুর রহমান প্রমুখ। বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আরিমুজ্জামান মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। থানায় কোন লোক কাংখিত সেবা না পেলে বা কোন অভিযোগ থাকলে সরাসরি তাকে ফোন করতে বলেন। এ ছাড়া গুজবে কান না দেওয়ার ব্যাপারে উপস্থিত সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ