Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএএর প্রতিবাদে বিজেপি নেতার পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে নিজ দল থেকে পদত্যাগ করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। পদত্যাগের পর ওসমান প্যাটেল নামের এই নেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শুধুমাত্র সা¤প্রদায়িক রাজনীতি করছে। তিনি বলেন অর্থনৈতিক মন্দার মতো ইস্যুকে অবজ্ঞা করে দলটি সব ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার গত বছরের ডিসেম্বরে সিএএ প্রণয়ন করে। তারপরই আইনটিকে বৈষম্যম‚লক ও ধর্ম নিরপেক্ষ সংবিধানের ওপর আঘাত আখ্যায়িত করে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ২৫ জন। মধ্যপ্রদেশের বিজেপি নেতা ওসমান প্যাটেল পদত্যাগের পর বলেন, “৪০ বছর ধরে একাগ্রতার সঙ্গে আমি বিজেপি করেছি। আমাকে পদত্যাগ করতে হলো কারণ, পার্লামেন্টে সিএএ পাস করে বিজেপি নিজেদের আদর্শ ‘বসুদৈব কটুম্ববকম’ (সংস্কৃত শব্দগুচ্ছ, সমগ্র পৃথিবীকে একটি পরিবার হিসেবে বোঝাতে ব্যবহৃত হয়) এর বিরুদ্ধে যাচ্ছে।” তিনি বলেন, ‘বিজেপি সত্যিকার ইস্যু থেকে সরে যাচ্ছে। তারা কেবল সা¤প্রদায়িক রাজনীতি করছে। জিডিপি নেমে যাচ্ছে ম‚ল্যস্ফিতি বাড়ছে কিন্তু দলটি আনছে ধর্মীয় বিভাজনের আইন’। উল্লেখ্য, সিএএ-এর প্রতিবাদে বিজেপি থেকে পদত্যাগ করা প্রথম নেতা নন ওসমান প্যাটেল। গত মাসে দলটি থেকে পদত্যাগ করেন ৮০ জন মুসলমান নেতা। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ