বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ পশুরহাটে আবারো অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ইতি পূর্বে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ইজারাদারকে কয়েক বার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার পরেও কমেনি গরু ছাগলের অতিরিক্ত টোল আদায় ।
রবিবার ৯ ফেব্রুয়ারি দুপুর ২ টা ৩০ মিনিট এ পশু হাটে সরেজমিনে তদন্ত করে জানা যায়, গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা করে টোল আদায়ের নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করে গরু প্রতি ২৭০ টাকা ও ছাগল প্রতি ১৩০ টাকা করে অনিয়ম ভাবে টোল আদায় করছেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
এ ব্যাপারে হাট ইজারাদার জুয়েল এর সাথে কথা বললে তিনি বলেন, অনেক টাকা লোকসানে আছি তাই এই বাড়তি টাকা নিতে হচ্ছে , এবং জনগণেরও এই টাকা থেকে থানায় দিতে হচ্ছে প্রতি হাটে চারশত টাকা করে।
উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী আফরিদার সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না।
উল্লেখ্য যে এর আগেও অতিরিক্ত টোল আদায়ের অপরাধে হাট ইজারাদারকে দুইবার জরিমানা করেছিলো ভ্রাম্যমাণ আদালত। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কোন অদৃশ্য শক্তির ইশারায় হাট ইজারাদার এ ধরণের দূ:সাহস দেখিয়ে বার বার একই ঘটনা ঘটিয়ে চলেছে। বিষয়টি নিয়ে সাধারন জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।