বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রেলওয়ের নিজস্ব কংক্রিট স্লিপার কারখানা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার (৯ ফেব্রুয়ারি) রেলওয়ের পাথর সরবরাহের পুরনো ও একমাত্র রোপওয়ে সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারী ও পরে রোপওয়ের শেষ প্রান্ত সুনামগঞ্জের ছাতক বাজার কংক্রীট স্লিপার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এক সময় রেলওয়ের পাথর সরবরাহের একমাত্র মাধ্যম ছিল এই রজ্জুপথ। এর দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। ২০১৩ সাল থেকে এর কার্যক্রম বন্ধ আছে। কিভাবে এটি আবারো চালু করা যায় তা দেখার জন্যই এই পরিদর্শন।
মন্ত্রী বলেন, ‘রেলওয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। সারাদেশের অবৈধ রেলওয়ের জমি উদ্ধার করা হবে।’
রেলপথ মন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।