বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। গতকাল শনিবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আত্মঘাতি কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকতে হবে। অন্যথায় ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।