Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনানীর আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৩ এএম | আপডেট : ১০:৪৪ এএম, ৮ ফেব্রুয়ারি, ২০২০

রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. ফরহাদুল আলম জানান আগুন নিয়ন্ত্রণের তথ্যটি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর আরও ৪টি ইউনিট যুক্ত হয়। মোট ২২টি ইউনিটের টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ