মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কথায় বলে কপালে থাকলে ঠেকায় কে? বয়স মাত্র ১১ মাস। এর মধ্যেই সে মালিক হয়ে গেল সাড়ে সাত কোটি টাকার। ফুটবল মহাতারকা মোহম্মদ সালাহ নয় সে। নাম এক হলেও সালাহর মতো তার মাঠ কাঁপানোর বয়স হয়নি।
তারপরও সে আজ বিশ্ব সংবাদের শিরোনামে। এতটাই অবুঝ যে সে জানেই না কী করে ফেলেছে। স¤প্রতি দুবাই লটারি জিতে ওই পরিমাণ টাকার মালিক হয়েছে ভারতের কেরালার এক শিশু। ১১ মাস বয়সী শিশুটির নাম মোহাম্মদ সালাহ।
শিশু সালাহর বাবা রমিজ রহমান গত মাসে ছেলের জন্য একটি লটারি টিকিট কিনেছিলেন। গত মঙ্গলবার ওই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ সালাহ ১ মিলিয়ন ডলার জেতেন।
এ বিষয়ে রমিজ রহমান গণমাধ্যমকে বলেন, সন্তানের নামে একটি টিকিট কিনেছিলাম। সে খুব ভাগ্যবান। এটি একটি বিরাট প্রাপ্তি। তবে এই বিপুল পরিমান অর্থ নিয়ে কী করবেন তা এখনও ভেবে উঠতে পারেননি সালাহর বাবা। সূত্র : গালফ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।