Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খাবার চুরি, চাকরিচ্যুত ভারতীয় ব্যাংকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে লন্ডনে চাকরি হারিয়েছেন এক উচ্চপদস্থ ভারতীয় ব্যাংককর্মী। ঘটনাটি সামনে আসতেই আলোড়ন সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউয়োপীয় হেডকোয়ার্টারে উচ্চদস্থ অফিসার হিসেবে কর্মরত ছিলেন পারস শাহ। পারসের বছরের আয় আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটিব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। ইউরোপে ক্রেডিট ট্রেডারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন পারস। তার এক সহকর্মীর জানান, সবাই ওকে পছন্দ করতেন। কাজের জগতে ও খুব সফলও। এইচএসবিসিতে সাত বছর কাটিয়েছেন পারস। তারপর ২০১৭ সালে পারস সিটিগ্রুপে যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী, সামনেই সংস্থার সিনিয়ার কর্মীদের বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পারসের বিরুদ্ধে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। যদিও পারস এই কাজ কতবার করেছেন তা জানা যায়নি। একাধিক সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও, পারস এই বিষয়ে মুখ খুলতে চাননি। ফিনান্সিয়াল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংকার

১৬ জুন, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ