Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে মহাসড়ক সম্প্রসারণের জন্য তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য রাস্তার উভয় পাশে অবস্থিত তিন শতাধিক দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ থানা মোড় থেকে শুরু করে বড়পুল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, ঢাকা-গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য পূর্বে অধিগ্রহণকৃত জমি থেকে সকল ধরনের স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু সময়মত এ সকল স্থাপনা সরিয়ে না নেয়ায় মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকীর তত্বাবধানে এ উচ্ছেদ কার্যক্রম পরিচানা করা হয়। অভিযানকালে ঢাকা-গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে বহু যানবাহন আটকে পড়ে। প্রায় দুই ঘন্টার বেশী সময় পর উচ্ছেদ অভিযান শেষ হলে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান

১৮ অক্টোবর, ২০২২
২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১
১৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ