মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কেজরিওয়াল বিজেপি নেতাদের একহাত নিলেন। অরবিন্দকে ‘জঙ্গি’ বলে সম্প্রতি বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হয়।
এই বিষয়টি নিয়ে কেজরিওয়ালের মেয়ের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। হর্ষিতা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘ওরা (বিজেপি নেতারা) বলেন যে নোংরা রাজনীতি হচ্ছে। অথচ তারা নিজেরাই প্রতিদিন কুরুচিকর রাজনীতির নতুন দৃষ্টান্ত তৈরি করছেন।’
তিনি আরো বলেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া কি সন্ত্রাসবাদ? শিশুদের শিক্ষিত করে তোলা কি সন্ত্রাসবাদ? বিদ্যুৎ ও পানি সরবরাহে উন্নয়নের কাজকে কি সন্ত্রাসবাদ বলা যায়?’ অরবিন্দ-কন্যা বলেন, এই ধরণের কথা আসলে বিজেপির নিচু রুচির পরিচয়।
আগামী শনিবার দিল্লি বিধানসভার নির্বাচন। তার আগে রাজধানীর মসনদ দখলের লক্ষ্য নিয়ে উঠেপড়ে প্রচারে লেগেছে বিরোধী দল বিজেপি। দিল্লি নির্বাচন উপলক্ষে বিজেপির হয়ে প্রচার চালানোর সময় স¤প্রতি বিজেপি নেতা পরবেশ বর্মা অরবিন্দ কেজরিওয়ালকে ‘জঙ্গি’ বলে উল্লেখ করেন। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।