Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ভুটভুটির ধাক্কায় নিহত-১, আহত-১

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৪ এএম

নাটোরের লালপুরে গরুবাহি ভুটভুটির ধাক্কায় বাচ্চু খান (৭২) নামের একজন নিহত ও আনার সাজী (৭৩) নামের অপর একজন আহত হয়েছেন। নিহত বাচ্চু খান (৭২) ও আনার সাজী (৭৩) উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ৭টার দিকে বাচ্চু খান ও আনার সাজী নবীনগর সড়ক পার হচ্ছিল এসময় একটি গরুবাহী ভুটভুটি তাদের ধাক্কাদেয়। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় বাচ্চু খান ও আনার সাজীকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠাই। রাজশাহী যাওয়ার পথে বাচ্চু খানের মৃত্যু হয় ও আনার সাজীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ